নয়াসড়ক বিক্ষোভ মিছিলে আটক কৃত শিবির নেতা কর্মী

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

নয়াসড়ক বিক্ষোভ মিছিলে আটক কৃত শিবির নেতা কর্মী

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট নগরের নয়াসড়ক এলাকা থেকে জামাত শিবিরের ১৪ জন নেতাকে আটক করেছে পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় তাদেরকে আটক করে পুলিশ। রবিবার (২৭ মার্চ) দুপুরের দিকে এঘটনাটি ঘটে।

সিলেট কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, আটককৃত ১৪ জন শিবির নেতাকর্মী সদস্যরা হলেন, ১. নগরীর উপশহর এ ,ব্লকের মোঃ শামসুল ইসলামের ছেলে মোঃ মুজাহিদুল ইসলাম ‌ (২০),২. নগরীর মুক্তিরবরের ইরফান আলির ছেলে মোঃ সাইদুর ইসলাম (২২),৩. নগরীর হবিনন্দি ,কদমতলীর মৃত-মিজবা উদ্দিনের ছেলে মোঃ নাজিম আহমদ রেজা (২৫),৪. খালপাড়ের ময়না মিয়ার ছেলে মোঃ মাহবুবুর রহমান (২১),৫. উত্তর ফাজিলপুর কলাতলীর আবুল কালামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৩), ৬. নগরীর মিতালী, টিভি গেইটের মৃত-আব্দুল করিমের ছেলে মোঃ তাহের আহমদ (২২), ৭. নগরীর বড়লেখা সদরের আতিকুর রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান(২০), ৮. নগরীর হল্লির মোজাম্মেল হোসেনের ছেলে মোহাম্মদ আলী মর্তুজা (২৩), ৯. নগরীর উমাইর গাও,শিবের বাজারের আব্দুল মান্নানের ছেলে মোঃ মাজহারুল ইসলাম (২০), ১০. নগরীর মাহমুদ আলীর ছেলে মোঃ তোফায়েল আহমদ(২১), ১১. নগরীর মৃত-আবু উবায়দার ছেলে মিজানুর রহমান মুন্না (২১), ১২. নগরীর ভাল্লুক মারার শিহাব উদ্দিনের ছেলে মুহাম্মদ শায়রুল হাসান (২৫), ১৩. নগরীর এপি উপশহর, ই ,ব্লকের ফখর উদ্দিনের ছেলে মোহাম্মদ জুয়েল আহমেদ (২০), ১৪. নগরীর সত্বর ছড়ের মৃত- আমির আলীর ছেলে মোঃ জুনেদ হোসেন (২২)।

 

0Shares