স্পোর্টস ডেস্ক ::
অবশেষে বৃষ্টি থেমে ব্যাট-বলের লড়াই মাঠে গড়াচ্ছে অকল্যান্ডে। নিউজিল্যান্ড সফরে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ওভার কমেছে, খেলা হবে ১০ ওভার করে।
তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে চোটের কারণে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় নেতৃত্ব দেবেন লিটন। বাংলাদেশ দলের সপ্তম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক তার। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের মুখে আছে সফরকারীরা।
অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ একাদশে মাহমুদউল্লাহর সঙ্গে নেই সাইফউদ্দিন ও মিঠুন। খেলছেন মোসাদ্দেক, শান্ত ও রুবেল।