ডায়ালসিলেট ::

সিলেটে আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ফেব্রুয়ারী মাসের আগে ৩ মাসের মতো করোনাভাইরাসের সংক্রমণে সংখ্যা তেমন বৃদ্ধি পায়নি। তবে গত দেড় মাস থেকে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে । এবার সিলেট জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেটের প্রশাসনের পক্ষ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়।

এর আগে সিলেটের প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বা হেন্ডগ্লাবস ব্যবহারের জন্য ব্যাপক প্রচার প্রচারণা এমনকি জরিমানা করা হলেও তাতেও যেন জনগনের মধ্যে তেমন সচেতনতা দেখা যায়নি। অনেকেই মানছেন না সামাজিত দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিয়ম। সিলেটে সরকারি নির্দেশনা মোতাবেক সিলেটে প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবেলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিলেটজুড়ে করোনা সংক্রমণ রোধে আজ  (১ এপ্রিল) বৃস্পতিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসন।

অন্যদিকে, সিলেটে এ পর্যন্ত গত ২৪ঘন্টায় মোট ১০০জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৫জন। তার মধ্যে সিলেটে ৪জন এবং হবিগঞ্জের ১জন মৃত্যুবরণ করেন। এভাবে চলতে থাকলে আবারো সিলেটের জনজীবনে ঝুকিপূর্ণ হয়ে পড়ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *