ডায়ালসিলেট ডেস্ক::
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এমদাদুর রহমান। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার বেগমপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, হবিগঞ্জগামী বিআরটিসি বাসের (সিএই ৭৪৯৪) সঙ্গে একই দিকে যাওয়া দ্রুতগতির একটি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-০৯০৯) ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গেলে চালকসহ ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে স্থানীয় জনতা। হাসপাতালে নেওয়ার পর এমদাদুর রহমান মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা হাইওয়ে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয়দের দাবি, হাইওয়ে পুলিশের ধাওয়ায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায় এবং এর ফলে হতাহতের ঘটনাটি ঘটে। অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের উভয়পাশে শত শত দূরপাল্লার যান আটকা পড়েছিল। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অটোরিকশাটি বাসের সঙ্গে ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।’
অটোরিকশাকে পুলিশের ধাওয়া করার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় হাইওয়ে পুলিশের কোনো গাড়ি সেখানে ছিল না।’