জাতীয় ডেস্ক ::

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব  ও খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ শনিবার দুপুরে মোহাম্মদপুরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এর আগে গতকাল বিকেলে  হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি একই মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জালালুদ্দীন গ্রেফতার করা হয়েছে। এছাড়া সম্প্রতি মতিঝিলি শাপলা চত্ত্বর ও বায়তুল মোকারম মসজিদে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও তিনি আসামি।

এ নিয়ে হেফাজতের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *