ডায়ালসিলেট ডেস্ক ::

ভারতে করোনাভাইরাসে এবার একেক করে তারকারা আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় এবার যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। হিন্দুস্তানটাইমস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তিনি এখন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় গত মাস থেকেই নির্বাচনে বিজেপির হয়ে প্রচার প্রচারণা শুরু করেন ৭০ বছর বয়সি এ অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজনীতি মহলের একাংশের ধারণা, বিভিন্ন সভা সমাবেশে তিনি মানুষের সাথে মিশার কারণে সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য,করোনা আক্রান্ত হওয়ার আগে করোনার সতর্কতাবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *