ডায়ালসিলেট ডেস্ক ::
ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ আয়োজিত বাংলাদেশ পুলিশের আইজিপি ডঃ বেনজীর আহমেদ পিপিএম (বার) এর সাথে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে করোনাভাইরাস এর ঊর্ধ্বগতিতে জনগণকে মাক্স পরা সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্স মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় এসএমপি হেডকোয়ার্টার্স এর জুম অ্যাপস এর মাধ্যমে যথাযথ কার্যকরী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভিডিও কনফান্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি ডঃ বেনজীর আহমেদ পিপিএম (বার) সরকার ঘোষিত লকডাউন এর বিধি নিষেধ মেনে চলায় উদ্বুদ্ধকরণ এবং কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণে যথাযথ কার্যকরী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স জুম অ্যাপস এ অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সিলেটের এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শফিকুল ইসলাম এবং এসএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার নেতৃবৃন্দরা।
অদ্য ২৭.০৪.২০২১ খ্রিস্টাব্দ বিকাল ০৩.০০ ঘটিকায় সমাহিত