ডায়ালসিলেট ::

সিলেটে ইতোমধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩৩৯ জনে দাঁড়িয়েছে। এই ২ জনই সিলেট জেলার বাসিন্দা। এ সময়ে বিভাগে আরও ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১৩৮ জন রোগী।

নতুন শনাক্তদের মধ্যে ৭১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৮১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৩৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৬৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৮ হাজার ৭৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ১১৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২৬৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১৩৮ জন। এ সময়ে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *