ডায়ালসিলেট ডেস্ক;:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪৫০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৭৭ জন। এতে মোট শনাক্ত ৭ লাখ ৫৯ হাজার ১৩২জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
২৪ ঘণ্টায় ৪১৯ টি পরীক্ষাগারে ২০ হাজার ৮৪২ টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৪ লাখ ৬৯ হাজার৭০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।