ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী, হাজী আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে সারাবিশ্ব এক মানবিক সংকটের সম্মুখীন। মানবিক সংকটের মুখে পড়েছে শ্রমজীবী-মেহনতি মানুষের জীবন-জীবিকাও।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা খেটে খাওয়া, দিনমজুর, কর্মহীন এসব মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। সরকারের পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং সমাজের অনেক বিত্তবান মানুষ খেটে-খাওয়া দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ উন্নীত হয়েছে নিম্ন-মধ্যম আয়ের দেশে। আর তাদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির সব প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মেহনতি মানুষের মহিমান্বিত আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকবে।
তিনি শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়ন রিক্সা সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। ২নং মাইজগাঁও ইউনিয়ন রিক্সা সমিতির সভাপতি নুরু উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহিদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সাহিন আহমদ, ইদ্রিছ মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি