ডায়ালসিলেট ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। শনিবার সকালে সিলেটের শহিদমিনার প্রাঙ্গণস্থ শহীদ বুদ্ধজীবীদের স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্ফস্তবক অর্পন করা হয়। জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুস্ফস্তবক অর্পন শেষে জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, পাকিস্তানী শাসকগোষ্টী দেশকে অভিভাবক শুণ্য এবং বাঙ্গালীত্বের স্বাদ মুছে দিতে দেশের প্রতিথযশা বুদ্ধিজীবীদের হত্যা করে। এরই মধ্য দিয়ে দেশকে মেধাশূণ্য করার প্রচেষ্টা চালায় তারা। সেই দোসরদের প্রেতাত্মারা এখনও সক্রিয়। এই প্রেতাত্মারাই ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশূণ্য করার প্রচেষ্টা চালায়। তিনি বলেন, দেশে একটি মুজিব সৈনিক বেঁচে থাকতে পাকিস্তানী প্রেতাত্বাদের সেই স্বপ্ন পূরণ হবেনা, হতে দেওয়া হবেনা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *