নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৪ই জুলাই ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শূন্য হওয়া সিলেট-৩ আসনে থাকা উপ-নির্বাচন। মঙ্গলবার (২০শে জুন২০২১ইং) অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন এ তথ্য জানা যায়।
এবারে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে। আগামী ২৪শে জুলাই উপ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ই জুন মঙ্গলবার। মনোনয়ন বাছাইয়ের তারিখ থাকবে ১৭ই জুন বৃহস্পতিবার। এতে আপিলের জন্য সময় দেয়া হয়েছে ১৮ থেকে ২০শে শে জুন ও আপিলের নিষ্পত্তি জন্য ২১ ও ২২শে জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪শে জুন পযন্ত করা হয়েছে।
আর ভোটাররা বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করবেন আগামী ১৪ই জুলাই বুধবার।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তফসিল আগেই ঘোষণা হয়েছিল। তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এ আসনের উপ-নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। ফলে নতুন করে লক্ষ্মীপুর-২ আসনের তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। এই আসনের কেবল ভোটের তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া অন্য তিন আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।