জাতীয় ডেস্ক :: সরকারের কেনা আরো ৩০ লাখ ডোজ টিকা চীনা কোম্পানী সিনোফার্ম থেকে আজ বৃহস্পতিবার রাতে তিনটি ফ্লাইটে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, আজ রাত ১০টা, ১টা ও ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের প্রায় ৩০ লাখ ডোজ টিকা আসবে। বাংলাদেশ বিমানে এসব টিকা আসার কথা রয়েছে।
এর আগে গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।
৩ ও ৪ জুলাই দুটি ফ্লাইটে ১০ লাখ করে ২০ লাখ ডোজ, ১৭ জুলাই ১০ লাখ ডোজ এবং ১৮ জুলাই ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।