ডায়ালসিলেট :: কঠোর বিধি-নিষেধে ফাঁকা সিলেট নগরীর রাস্তাঘাট। বন্ধ রয়েছে দোকান পাট, মার্কে-শপিংমল । শুক্রবার লকডাউনের অষ্টম দিনে রাস্তায় কিছু ব্যক্তিগত যানবাহন ও রিকশা চলাচল করতে দেখা যায়। সকাল থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রায় জনশূন্য।
তবে অলিগলি এবং উম্মুক্ত স্থানগুলোতে মানুষের ভিড় দেখা যায়। নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা যায়। মাঠে আছে সেনাবাহিনীর সদস্যরাও।
নগরীর প্রবেশ পথে পুলিশের চেক পোস্টে তাদের জেরারমুখে পড়তে হয়। শুক্রবার হওয়াতে সড়কে যেমন যানবহন নেই তেমনি এবং লোকজন কম। সেই সাথে লকডাউন যোগ হওয়ায় ফাঁকা নগরীর বেশির ভাগ এলাকা।
শুক্রবার সিলেট নগরীর হুময়াুন রশিদ চত্বর, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি রাস্তা ফাঁকা। কোথাও কোনো যানজট নেই।নেই মানুষের কোলাহল। লকডাউনের অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে নগরী ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সড়কে গাড়ি চলাচল বাড়তে পারে।
এদিকে লকডাউন নিশ্চিত করতে সিলেটে মাঠে রয়েছে প্রশাসন। টহলে রয়েছে পুলিশ,র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তাছাড়া সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
তারা পথচারীদের সচেতন করে মাইকিং করছেন। যারা রাস্তায় বের হচ্ছেন তাদের প্রত্যেককেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। বিনা কারণে বাইরে ঘোরাফিরা কিংবা আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত জরিমানাও আদায় করছে।
জরুরি প্রয়োজন প্রমাণে ব্যার্থ হলে ফিরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনাও দেয়া হচ্ছে।
ডায়ালসিলেট এম/