ডায়ালসিলেট ডেস্ক::আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণকলি তরুণ সংঘ (রেজিঃ ১৩৪৫/২০) জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সংঘটনটি তাঁর এই ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব এ.কে. আজাদ ভূইঁয়া, সংঘটনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু নিপেন্দ্র কুমার দাস, সংঘঠনের সভাপতি পান্না ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক কাজল দাস, অর্থ সম্পাদক রতন দাস এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *