স্পোর্টস ডেস্ক::এবার নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবালো বাংলাদেশ। বুধবার মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬০ রানে অলআউট হয় কিউইরা। টি-টোয়েন্টির ইতিহাসে এটি নিউজিল্যান্ডের দলীয় সর্বনি¤œ সংগ্রহ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ৬০ রানেই অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিও বাংলাদেশের মাটিতে (২০১৪)।
৬১ রান করতে পারলেই দারুণ কীর্তি অর্জন করবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাবে প্রথম জয়। এর আগে দশবারের দেখায় একবারও ব্ল্যাকক্যাপদের হারাতে পারেনি বাংলাদেশ।
এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো করেনি সফরকারী দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা।টাইগারদের স্পিন ঘূর্ণিতে মাত্র ৯ রানেই ৪ উইকেট হারায় তারা।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফেরান রাচিন রবীন্দ্রকে। ক্রিজ ছাড়ার আগে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।
তৃতীয় ওভারে উইল ইয়ংকে বোল্ড করেন সাকিব আল হাসান। ১১ বলে ৫ রান করেন এই ওয়ানডাউন ব্যাটসম্যান। চতুর্থ ওভারে জোড়া আঘাত করেন নাসুম আহমেদ। কলিন ডি গ্রান্ডহোমকে আউট করার পর টম ব্লান্ডিকে সাজঘরে ফেরান তিনি।
দলের বিপদে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম লাথাম। হেনরি নিকোলসকে নিয়ে ৪০ বলে ৩৪ রানের একটি জুটিও গড়েন। কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারেননি।
ইনিংসের একাদশতম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনকে পুল করতে গিয়ে ফাইন লেগে নাসুমের তালুবন্দি হন লাথাম। ফেরার আগে ২৫ বলে ১৮ রান করেন, যা কিউইদের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ। এছাড়া ২৪ বলে ১৮ রান করেছেন নিকোলস। কোল ম্যাকঞ্চি রানের খাতার খোলার আগেই সাকিবের উইকেটে পরিণত হন।
এরপর মোস্তাফিজুর রহমান, শেষ ৩ উইকেট নিয়েছেন তিনিই। কাটার মাস্টারের মোট খরচ ১৩ রান।
এছাড়া সাকিব, নাসুম এবং সাইফুদ্দিন নেন ২টি করে উইকেট। ১ উইকেট পান মেহেদী হাসান।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *