আ্ন্তর্জাতিক ডেস্ক::ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরের সব বুথে ভোট শুরু হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

সকাল ৭টা থেকে শুরু হয় এ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, সব বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার। প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় বাহিনীও রয়েছে ভবানীপুরের বুথে বুথে। ভোট নির্বিঘ্নে শেষ করতে তৎপর রয়েছে প্রশাসন।

বিকাল ৪টার পর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ ঠিক করে দেবে দক্ষিণ কলকাতার এই কেন্দ্রই।

১০ বছর আগে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই ভবানীপুরে জিতে প্রথম বার বিধানসভায় গিয়েছিলেন মমতা।

মমতার বিরুদ্ধে ভবানীপুরের এ উপনির্বাচনে বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসসহ সব মিলিয়ে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *