স্পোর্টস ডেস্ক::চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনা ঘটেছে। সেটা ঘটিয়েছেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ। বায়ো-বাবল ভেঙে ধরার পড়ার পর শাস্তি পেয়েছেন তিনি। ছয় দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। থাকতে হবে আইসোলেশনে। নিয়ম ভাঙায় পরিচালনা করতে পারেননি গত রোববারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।
সাবেক এই ইংলিশ ক্রিকেটার মাইকেল গফ সময়ের অন্যতম সেরা আম্পায়ারদের একজন। রোববার থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। আইসোলেশন পর্ব শেষে আগামী ৭ই নভেম্বর নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ে ফেরার কথা রয়েছে তার।বায়ো-বাবল ভাঙার জন্য আর্থিক জরিমানার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে গফের। তিনি কীভাবে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন সেটা জানায়নি আইসিসি। আইসিসির অফিসিয়ালরা সেটা প্রকাশ না করলেও জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম মিরর জানাচ্ছে, গত শুক্রবার কারও অনুমতি ছাড়া হোটেল থেকে বেরিয়ে যান গফ। এরপর বাবলে না থাকা মানুষদের সঙ্গে সাক্ষাত করেন।
