দক্ষিণ সুরমার লালাবাজারের করসনা গ্রামের লন্ডন প্রবাসী শেখ মো.আব্দুল কাদির ছান্দালীর পিতা শেখ মৃত তফুর আলী (তোতা)র কুলখানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।কুলখানিতে করসনা জামে মসজিদের ঈমাম আহমদ আলী মোনাজাত ও দোয়া মিলাদ পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন করসনা গ্রামের সকল মুরব্বিরা ও আত্মীয় স্বজন।এসময় তারা মরহুম তফুর আলী ও তার পরিবারের জন্য দোয়া মাগফেরাত কামনা করেন।