দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি রবিবার সন্ধ্যায়। তাই আগামী মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর। মুসলিমের প্রধান পবিত্র উৎসবের এই দিনে সিলেটে হতে পারে বৃষ্টি- এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী ৪ মে পর্যন্ত সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এই ৪ মে পর্যন্ত দেশের বজ্রসহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে- এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন বৃষ্টি হলেও একযোগে হওয়ার সম্ভবনা কম। সিলেটসহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। যার ফলে ঈদের আগে-পরে এবং ঈদের দিন দেশের আবহাওয়া ঠান্ডা থাকবে। তবে আলাদাভাবে কালবৈশাখীর ঝড় হবে না। এই বৃষ্টি মানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *