স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিরল রোগে আক্রান্ত ৬৫ বছর বয়সের এক বৃদ্ব। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বেচে থাকার আকুতি নিয়ে কাদছেন অঝোর ধারায়। কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মৃত সাজিদ মিয়ার পুত্র দুরুদ মিয়া একজন হতদরিদ্র লোক। প্রায় ৩৩ বছর মুন্সিবাজার ইউনিয়নে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৫ মাস পূর্বে দুরুদ মিয়ার মুখের বাম পাশে দাতের গুড়ায় একটি ফুস্কুড়ি উঠলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল -ক্লিনিকে গিয়ে এপর্যন্ত প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে এখন নিরুপায় হয়ে পরেছেন। চিকিৎসকরা অপারেশন সহ উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু গরিব দুরুদ মিয়া আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা করাতে পারছেন না। এদিকে মুখের বাম পাশের টিউমারের মত জিনিসটি দিন দিন বড় হয়েই চলেছে। বাড়ছে অসহ যন্ত্রণা। অসহায় দুরুদ মিয়া চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। যাতে উন্নত চিকিৎসার জন্য ভালো একটা ব্যবস্থা করা যায়। মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন, দুরুদ মিয়া একজন হতদরিদ্র লোক। আমার ব্যক্তিগত তরফ হতে চিকিৎসার জন্য সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছি, বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান তিনি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি গরীব অসহায় ব্যক্তিকে সহযোগিতা করতে চান তা হলে যোগাযোগ করুনঃ বিকাশ পার্সোনাল ০১৭১২-৫৭২৮৫৯(দুরুদ মিয়া) ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *