ডায়ালসিলেট ডেস্ক:: করোনা ভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এ ঘোষণার ফলে সরকারি কর্মচারিরা একাটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার ছুটি। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। আর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি। আবার ৫ এপ্রিল থেকে অফিস শুরু হবে।
বাংলাদেশে সাধারণ ছুটির ঘোষণা করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরই দেওয়া হল।
আনোয়ারুল ইসলাম জানান, আগামীকাল মঙ্গলবার থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সহায়তা করবে সশস্ত্র বাহিনী।

