নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত পেতে আজ শুক্রবার বাদ জুমা দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এসময় মুনাজাত পরিচালনা করেন কাজলশাহ জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী শহিদ আহমদ।
মুনাজাতে বিশ্বের সকল দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
সাম্প্রতিক সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তার মহামারী আকার ধারণ করেছে। বিশ্বের সকল দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে এ বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। মুনাজাতে মাইকিং করে বাসায় অবস্থানরত এলাকার সর্বস্তরের সাধারণ মুসল্লিগণ দোয়া ও মুনাজাতে অংশ নেন।