Last updated on আগস্ট ৩, ২০২২ at ০৬:৩১ পূর্বাহ্ণ

Thank you for reading this post, don't forget to subscribe!

 

 

সোহেল আহমদ :: পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে ১ জন নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

 

 

রোববার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে  এ ঘটনা ঘটে।

 

 

 এ সময় ১২ পুলিশ সদস্য ও ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং  ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহিম। তার বাড়ি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। অন্যদিকে গুরুতর আহত নুরে আলম ও ইলিশা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সুমনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।

 

 

উল্লেখ্য, ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল করতে রাস্তায় নামেন দলীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধেে এবং সংঘর্ষে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

 

 

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড টিয়ারশেল ও ১৬৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শতাধিক নেতাকর্মীরা আহত হয় তাদের ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নামে একজন মারা যান। হত্যার ঘটনাসহ পুলিশ এসল্টের মামলার প্রস্তুতি চলছে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *