দেশে আজ বুধবার (২২এপ্রিল ২০২০ইং) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯০ জন এবং মারা গেছেন ১০ জন । এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭২২ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১১০জন । এ নিয়ে ২৪ঘন্টায় ৫জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯২জন।
আজ বুধবার (২২ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের মহা পরিচালক আছমা সুলতানা।
ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ০৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৭ জন নারী।
এদিকে সাধারণ ছুটি বেড়ে ৫মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিকেলে প্রজ্ঞাপন দেওয়া হবে।