সিলেটে আবারো নতুন করে মোট ৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ৫৭জন।
শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা ল্যাবে টেস্ট হওয়া ১৩৬টি নমুনা পরীক্ষার মধ্যে ৮টি করোনার পজেটিভ ধরা পড়ে।
শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে রোগীদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন এবং হবিগঞ্জ জেলার ৫ জন।
এ অবস্থায় সিলেটে দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে।