দেশের করোনাভাইরাসে এবারের ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন এবং মোটপ্রানহানী ৩ জন ।
এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৫৫ জন। করোনায় মৃত ৩ জনই ঢাকার বাসিন্দা, এদের সকলেরই বয়স ষাটোর্ধ এবং এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮জন সহ মোট ১৩৯জন।
আজ মঙ্গবার (২৮ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এতে ৪,৩৩২ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৪৯ জনের পজেটিভ ধরা পড়ে এবং মোট প্রানহানী ৩ জন। এ করোনা ভাইরাসটি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।