চিত্রাঙ্কন ও সুধী সমাবেশ

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে সারিবদ্ধভাবে বসে প্রায় শতাধিক খুদে চিত্রশিল্পী সাদা কাগজ রাঙিয়েছে নানা রঙে। মনের মাধুরী মিশিয়ে তারা ফল, ফুল, পাখি, প্রকৃতিসহ নানা বিষয়ে এঁকেছে। পরে নির্বাচিত ছয়জনকে পুরস্কৃত করা হয়।
শুক্রবার প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রথম আলো বন্ধুসভা।
বেলা সাড়ে তিনটায় ‘ক’ ও ‘খ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশিদ চৌধুরী, সিলেট চারুশিল্প সমন্বয় পরিষদের সদস্যসচিব শামসুল বাসিত শেরো, সিলেট আর্টস কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গনি হিমন ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের চারুকলা বিষয়ের প্রশিক্ষক মো. দেলোয়ার হোসাইন।
‘ক’ বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেয়। এ বিভাগে সমাদৃতা সিকদার অনন্যা প্রথম, ওজস্বী রায় দ্বিতীয় ও খন্দকার মাহবীর আল মুহাইমিন তৃতীয় হয়। ‘খ’ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ বিভাগে নওশীন আজিজ প্রথম, মোহাম্মদ ফাহমিদ রহমান দ্বিতীয় ও হাবিবা আক্তার তাইবা তৃতীয় হয়।
প্রতিযোগিতা শেষে বেলা পৌনে পাঁচটায় সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্ব সঞ্চালন করেন প্রথম আলো সিলেটের ব্যুরো চিফ ও নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। এ সময় আনন্দ নিকেতনে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নত প্রথম আলোর খুদে পাঠক হৃদ্যিক দেব পূণ্য বক্তব্য দেয়। সে বলে, আজ (গতকাল) প্রথম আলোর জন্মদিন। আমারও জন্মদিন। আমার বাসায় প্রথম আলো যায়। আমি প্রতিদিন এ পত্রিকা পড়ি।
সুধী সমাবেশে সিলেটের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। আড্ডা, গল্পে সারাক্ষণ মুখর ছিলেন সবাই। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পর্ব সঞ্চালন করেন বন্ধুসভার বন্ধু ফারিয়া খানম শ্রেয়া।
পুরস্কার বিতরণী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আল আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা ও ড. জহিরুল হক শাকিল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, প্রথম আলো বন্ধুসভা সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি নীলাঞ্জন দাশ টুকু, ছড়াকার বিধূভূষণ ভট্টাচার্য, শ্রীহট্ট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রথম আলোর এজেন্ট মো. সিকান্দর আলী ও ইসমাইল হোসেন, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি সিলেটের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী, বাউল বশিরউদ্দিন সরকার, সংস্কৃতিসংগঠক সুজিত শ্যাম জন ও বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, নাট্যসংগঠক হুমায়ূন কবির জুয়েল ও ধ্রুবজ্যোতি দে, সংগীতশিল্পী ইকবাল সাঁই, পুথিপাঠক খোকন ফকির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক মো. নাজিকুল ইসলাম রানা, সংস্কৃতি সংগঠক উত্তম কাব্য উপস্থিত ছিলেন।
সাহিত্যিকদের মধ্যে অনুষ্ঠানে অগ্নিশিখা সম্পাদক কবি সুমন বনিক, ছড়াকার শাহাদাত বখ্ত শাহেদ ও অজিত রায় ভজন, কবি খালেদ উদ-দীন ও বিমল কর, লোকসংস্কৃতি গবেষক পার্থ তালুকদার, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, গবেষক আশীষ দে, লেখক সৈয়দ মো. তাহের, কবি কামাল আহমদ, হরিপদ চন্দ ও মোহাম্মদ নুরুল ইসলাম, লেখক সাইয়্যিদ মুজাদ্দিদ, নাওয়াজ মারজান, হুসাইন ফাহিম ও মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষাসংশ্লিষ্ট বিশিষ্টজনদের মধ্যে মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী রেজিস্ট্রার মো. শাহান আহমেদ, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ ও বিমল ভূষণ দাশ, ইছামতী কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিষ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে দৈনিক শ্যামল সিলেটের জ্যেষ্ঠ সাব এডিটর গোলাম মর্তুজা বাচ্চু, দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরো চিফ ইয়াহইয়া ফজল, নিউজ ২৪-এর সিলেটের ব্যুরো চিফ সৈয়দ রাসেল, ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার মাধব কর্মকার, দৈনিক আজকের কাগজ পত্রিকা সিলেটের নিজস্ব প্রতিবেদক ইয়াহ্ইয়া মারুফ, সময় টেলিভিশন সিলেটের সাংবাদিক শাহ শরীফ উদ্দিন, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার বাপ্পা মৈত্র, দেশ টিভির ক্যামেরা পারসন শ্যামানন্দ দাশ, ৭১ টিভির সাকিব আহমদ মিঠু, ভোরের কাগজের জাহিদুল ইসলাম, সাংবাদিক সন্দীপন শুভ, সিলেট মিরর পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পেশাজীবীদের মধ্যে আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিন, দেবব্রত চৌধুরী লিটন ও অজিত কুমার রায়, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, সহকারী রাজস্ব কর্মকর্তা প্রদীপ রঞ্জন বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠকদের মধ্যে বিজ্ঞান আন্দোলন ম সিলেটের সমন্বয়ক প্রণব জ্যোতি পাল, বিবেকানন্দ চর্চা পরিষদের সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, আলোর দিশারীর সাধারণ সম্পাদক মো. দিল্লীল গুলজার, সমাজকর্মী পলাশ তালুকদার, যাত্রী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, সংবাদপত্রসেবী সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথম আলোর সিলেট প্রতিনিধি মানাউবী সিংহ, আলোকচিত্রী আনিস মাহমুদ, বিজ্ঞাপন ব্যবস্থাপক মোহিত দাস ও সিলেট সংবাদদাতা সাঈদ নোমান উপস্থিত ছিলেন। এ ছাড়া এমসি কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি মো. রাশেদ ইসলাম, সিলেট বন্ধুসভার সাবেক সভাপতি মাহবুব পলাশ ও শাহ সিকান্দার শাকির, বন্ধুসভার সাবেক সংগঠক সুমন কুমার চন্দ, সিলেট বন্ধুসভার সাবেক সহসভাপতি শেখ কায়সার আহমেদ, সিলেট বন্ধুসভার সভাপতি হুমাইরা জাহান পুতুল ও সাধারণ সম্পাদক অন্তর শ্যামসহ সিলেট বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *