ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়ায় আড়ম্বর আয়োজনের মাধ্যমে মেরিনা ইয়াসমিন ক্রিকেট একাডেমি কাপের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে আড়ম্বর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম।
Thank you for reading this post, don't forget to subscribe!মেরিনা ইয়াসমিন ক্রিকেট একাডেমির নির্বাহী পরিচালক রফি আহমদ তানিমের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।
বক্তব্য রাখেন মেরিনা ইয়াসমিন ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ হোসাইন, সিপিএর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিপিএর সাবেক সদস্য নাজমুল বারী সোহেল, ক্রিকেটার আব্দুস সালাম জনি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্পায়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক মোছা আহমেদ সুইট, যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম, মানবকন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, অনলাইন প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, দেশ রূপান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, আম্পায়ার আনোয়ারুল আলম সুয়েদ, একাডেমির কোচ শাওন প্রমুখ।
রফি আহমদ তানিম জানান, সিলেট, ঢাকা, রাজশাহীসহ দেশের স্বনামধন্য কয়েকটি একাডেমিসহ মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে। আগামী ৫ ফেব্রুয়ারি টুর্নামেন্ট উদ্বোধনের কথা রয়েছে বলে জানান তিনি।

