মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলার “কুলাউড়া উপজেলাধীন কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর- শরীফপুর (জেড-২৮২২) সড়কের ১৪তম কিলোমিটারের পিসি গার্ডার সেতু(রাজাপুর সেতু) ও ৭.৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের” ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ ১২ জনের মাঝে এল এ চেক বিতরণ করা হয়।
১ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সওজ, সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন প্রমুখ। এছাড়াও ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারীগণ ও জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ১২ জনের মধ্যে ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯২৯ টাকার ৬১ পয়সা চেক বিতরণ করেন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়নমূলক কাজে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের আজ চেক দেওয়া হচ্ছে।
সরাসরি ভূমির ক্ষতিপূরণের চেক নিতে পারে সে লক্ষ্যে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে ক্ষতিপূরণ পাবেন।