ডায়ালসিলেট ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিশ্বনাথ পৌরসভার নব নির্বাচিত মেয়র মুহিবুর রহমানের যুক্তরাজ্য সফর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ১১ঘটিকায় সময় লন্ডনের ৫১ হাইস্ট্রটি টেডিংটনের প্রেম রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রিন্সিপাল ফরিদ আহমদ এর পরিচালনায় মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিশ্বনাথ পৌরসভার নব নির্বাচিত মেয়র মুহিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুজিবুর রহমান (জুনু ), মনির উদ্দিন বশির, রইছ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, আজকে আমি খুবই আনন্দিত যে মজিদ আহমদের আমন্ত্রণে আমার প্রানপ্রিয় বিশ্বনাথবাসী প্রবাসী ভাইদের সাথে মিলিত হতে পেরে। পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে।
আমি লন্ডনে এসেছি প্রবাসী ভাইদের সাহায্যে বেশ কয়েকটি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আলোকপাত করতে। বিশ্বনাথ পৌরসভাকে আরো মডেল করে তুলতে হলে সকলের প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমিও কিছু প্রস্থাবনা নিয়ে এসেছি আপনাদের কাছে যা বাস্তবায়ন করা হলে আপনাদের দেয়া অর্জিত উন্নয়ন খাতে ব্যয় হবে তা সকলের নাম মাইলফলক হয়ে থাকবে। আমার পরিকল্পনাগুলো হলো হলো –
বিশ্বনাথবাসীর জন্য একটি ডিগ্রি মহিলা কলেজ স্থাপন ও ৫টি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করা, একটি স্টেডিয়াম স্থাপন করা, বিশ্বনাথ প্রেসক্লাব নির্মাণ ও মন্দির নির্মাণসহ পৌরসভায় একটি যাকাত ফান্ড এর উদ্যোগ নেয়া হয়েছে সেগুলোর ব্যাপারে সহকলের সহযোগিতা কামনা করছি। আশাকরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আপনারা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন তাই আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ।
উক্ত মতবিনিময় সভায় মেয়রের নিকট যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নের কথা ভূয়সী প্রশংসা করেন তারা।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম BEM, মনির আহমদ, সামসাদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল আহাদ মোহাম্মদ আলী,এখলাসুর রহমান,আব্দুল হান্নান,ইরশাদ আলী ,আব্দুস সালামসহ প্রমুখ।