ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোনো বিকল্প নেই। তাই দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব। জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরণের সার্ভে পরিচালনা করাসহ হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Thank you for reading this post, don't forget to subscribe!
সোমবার সকাল ৯টায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সিলেট এর যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম-পরিচালক মুহাম্মদ আতিকুল কবীরের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

