সিলেটের দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে পরিবহন শ্রমিকদের দুটি পক্ষ মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে কেন্দ্র করেই মূলত এ সংঘর্ষ।
আজ মঙ্গলবার বিকালে সংঘর্ষে অন্তত ৪০ জনের মতো আহত হয়েছিলেন বলে জানা যায়। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
জানা যায়, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় দুই কোটি টাকা সেলিম আহমদ ফলিক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ টাকার কোনো হিসাবও তিনি দিতে পারছেন বলে শ্রমিকদের অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। তারা ফলিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে স্থানীয়তা শ্রমিকরা জানান।
এরই প্রেক্ষিতে সংঘর্ষ বাদে এ ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আগে কল্যাণ তহবিলের টাকা থেকে পরিবহন শ্রমিকদের ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রেরণের দাবি জানিয়েছিলেন কয়েকজন শ্রমিক নেতা। কিন্তু সেলিম আহমদ ফলিক এতে রাজি হননি।
পরে তার কাছে তহবিলের প্রায় আড়াই কোটি টাকার হিসাব চাওয়া হলে তিনি ৪১ লাখ টাকার হিসাব দেন। এরই জের ধরে আজ মঙ্গলবার সিলেট বাস টার্মিনালে দু-পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাদে। তাদের দাবি সেলিম আহমদ ফলিক ২ কোটি টাকা সঠিক হিসাব না দেওয়া পর্যন্ত তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না।
উল্লেখ্য, ফলিকের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের একটি পক্ষ মিছিল করলে এই আন্দোলনে ফলিকের অনুসারীরা মাঠে নামে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে বাস টার্মিনাল এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হন অন্তত ৪০ জন। এবং কয়েকটি গাড়ী ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ কর্মকর্তা জানান।
https://www.youtube.com/watch?v=6z9IF-ye3kY&feature=youtu.be
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *