ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীকে ভোটদানে বিরত থাকা ও প্রচারণায় অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছে মহানগর বিএনপি।

 

শনিবার রাতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে আহ্বান জানানো হয়।

 

নেতৃবৃন্দ বলেন, ‘আগামী ২১ জুন ২০২৩ ইং তারিখে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বহিষ্কৃত কাউন্সিলর / মেয়র / অন্য কোনো প্রার্থীর পক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মী কোন ধরণের প্রচারণায় অংশগ্রহণ না করা এবং ভোটদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হইলো। যদি কোন নেতা বা কর্মী প্রচার প্রচারণায় অংশগ্রহনের সংশ্লিষ্টতা প্রমাণ সহকারে পাওয়া যায় তাহলে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

 

এ ব্যাপারে নেতৃবৃন্দ সভাপতি / সাধারণ সম্পাদক সহ সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

 

এর আগে দলের নির্দেশ অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় ৪৩ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করেছে বিএনপি। এমনকি প্রাথমিক সদস্যপদ থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *