আর্ন্তজাতিক ডেস্ক:: করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। সারা বিশ্বে প্রতিদিন বাড়ছে সংক্রমণ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। বেশ কয়েকটি দেশে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ (শনিবার ৪জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে আহ্বান জানায়ে বলা হয়, গুরুতর করোনাভাইরাস প্রাদুর্ভাবের শিকার দেশগুলোকে দ্বন্দ্বের পরিবর্তে বাস্তবতার নিরিখে এর ওপর নিয়ন্ত্রণ নেওয়ার। এসব দেশকে জেগে ওঠার কথা বলেছে।
জেনেভায় জাতিসংঘের সংবাদদাতাদের সমিতি দ্বারা আয়োজিত এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি অবস্থার পরিচালক মাইকেল রায়ান সাংবাদিকদের বলেন, ‘মানুষকে জেগে উঠতে হবে। তথ্য মিথ্যা নয়। বর্তমান মাঠপর্যায়ের পরিস্থিতি মিথ্যা নয়।’
সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমরা সবাই এর সমাপ্তি চাই। আমরা সবাই আমাদের জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, এটা শেষ হওয়ার ধারেকাছেও নেই। কিছু দেশ যদিও কিছুটা উন্নতি করেছে, তবু বিশ্বজুড়ে মহামারিটি দ্রুতগতিতে ছড়াচ্ছে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় করোনার সংক্রমণ বিস্তারে বিশ্বব্যাপী মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়ার পর ডব্লিউএইচওর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, এ মহামারি শেষ হওয়ার ধারেকাছেও নেই।
গত বছর চীন থেকে ভাইরাসটি ছড়ানোর পর বিশ্বের প্রায় সব দেশেই এটি ছড়িয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। এতে মারা গেছেন ৫ লাখ ২১ হাজারের বেশি মানুষ।

