ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হানিফ কুটু এবং সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের (১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তার স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কণা। দুজনকেই নির্বাচনে পরাজয় বরণ করতে হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
বুধবার ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হয়েছেন। আর সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হন নার্গিস সুলতানা।
ভোট গণনা শেষে রাতে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
ফলাফল অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী আবদুল হানিফ কুটু (ঘোড়া প্রতীক) পেয়েছেন মাত্র ৪ হাজার ২৯৬ ভোট। অপরদিকে, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নার্গিস সুলতানা। আর নাজনীন আক্তার কণা পেয়েছেন ৪ হাজার ৬৭ ভোট।

