মনজু বিজয় চৌধুরী॥ কোরবানির পশুর বর্জ্য অপসারণে মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র ও শতাধিক পরিচ্ছন্নতা কমীসহ মাঠে নেমেছেন।
২৯ জুন বৃহস্পতিবার দুপুর থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তা ও বাসায় পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন হয়। অপসারনের কাজ শতাধিক পরিচ্ছন্নতা কমী’ও ১২টি গাড়ীমাধ্যমে ৯টি ওয়াডের কোরবানীর বজ্য’ দুপর ৩ টায় থেকে ৬ টার মধ্যে ভিতরে অপসারণ করা হয়। বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বৃষ্টির মধ্যেও মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী একযোগে কাজে নেমেছেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজার পৌরসভার পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুপুর ১টা পৌর মেয়র মো: ফজলুর রহমান বর্জ্য অপসারণের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে নেমে পড়েন।
বর্জ্য অপসারণের কাজে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান, কাউন্সিলার সালেহ আহমদ পাপ্পু, পৌরসভারতত্ত্বাবধায়ক (সহ: প্রকৌশলী) বিজয় কৃষ্ণ দেব, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন প্রমুখ।
পৌর মেয়র মো: ফজলুর রহমান জানান,অন্যান্য বারের মতো এবারো বিকেলের মধ্যে সকল বর্জ্য পরিস্কার সম্ভব হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা এই কাজে সার্বিক সহযোগীতা করছেন বলে জানান তিনি।
এছাড়াও মৌলভীবাজার পৌরএলাকায় কুরবানী চামড়ার হাটবাজার পরিদর্শন করেন পৌর মেয়র মো; ফজলুর রহমান।