ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা আজ বুধবার (৩০ আগস্ট) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।‍‍`এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার।অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক সদস্য সাংবাদিক মামুন আহম্মেদ প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কাজেই মাদকমুক্ত সমাজ গড়তে হবে, তা না হলে কোনো জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। সকল শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক সদস্য সাংবাদিক মামুন আহম্মেদ প্রমুখ।সভায় বক্তারা বলেছেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কাজেই মাদকমুক্ত সমাজ গড়তে হবে, তা না হলে কোনো জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। সকল শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *