ডায়াল সিলেট ডেস্ক :: চারদিন হয়ে গেলেও শ্রীমঙ্গলের রিসোর্ট হত্যাকান্ডের কোন সুরাহা করতে পারেনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে ও সুনির্দিষ্ট কোন উত্তর পাওয়া যাচ্ছেনা। এটি হত্যাকান্ড না অন্যকিছু তাও সুস্পষ্ট নয়। ফলে হত্যাকান্ডের পুরো বিষয়টি নিয়ে এখন ধুম্রজাল সৃষ্টি হয়েছে।তবে সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে যে, একজন চৌকষ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ পলাতক আসামীদের গ্রেফতার করতে ঢাকায় অবস্থান করছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমনে নুরুল আমিন রাব্বিকে নিয়ে ট্টল ও কথাবার্তা চাউর হচ্ছে। তবে পুলিশ এবিষয়ে মুখ খুলছেনা। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান৷ কাজ চলছে। কোন অগ্রগতি হলে জানানো হবে।এদিকে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক শান্ত ঘোষকে এখনো পুলিশী হেফাজতে রাখা হয়েছে। হত্যাকান্ডের দিন প্রায় চার ঘন্টা রিসোর্টে তাঁর অবস্থান থাকায় পুলিশের সন্দেহ তালিকায় সে রয়েছে। তাঁকে কড়া নজরদারিসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আটককৃত বাকী চারজন রিসোর্ট ম্যানেজার মামুন আহমদ, সিকিউরিটি গার্ড ও দুই হোটেল বয়কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।উল্লেখ্য, গত শনিবার রাতে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় লেমন গার্ডেন রিসোর্টে শরিফুল ইসলাম নামে এক পর্যটক নিহত হয়। এঘটনায় এখনো কেউ ধরা পড়েনি।