ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির প্রথম দিন শুক্রবার (১ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট ও মহানগর বিএনপির উদ্যোগে শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপি স্ব স্ব ইউনিটের উদ্যোগে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে।

কর্মসূচির ২য় দিন শনিবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা, ১৩টি উপজেলা ও ৫টি পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে সর্বাত্মক সফল করে গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *