ডায়াল সিলেট ডেস্ক :: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটি, সিলেট জেলা, মহানগর, এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার ও ওসমানীর মাজার জিয়ারত, ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য কামাল তালুকদার, মহানগর কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম প্রমুখ।
মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের পুত্র, জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জাতীয় জনতা পার্টি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে।
তিনি আরও বলেন, আমাদের দেশের অভ্যন্তরীন সংকট আমাদেরই নিষ্পত্তি করতে হবে। সংকট সমাধানে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং সকল দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। আমি এর বিকল্প কিছু মনে করছি না। তাই আমি সরকার ও সকল দলকে সহনশীল হওয়ার আহবান জানাই
পরে সদ্য মৃত্যুবরণ করা দলের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন ও এমএজি ওসমানীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।