স্পোর্টস ডেস্ক :: অনেক নাটকীয়তার পর অবশেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন এই অভিজ্ঞ ওপেনার। ২০০৭ বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলট, ২০১১ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা, ২০১৯ বিশ্বকাপে তাসকিন আহমেদের পর ফিটনেস ইস্যুতে এবার বাদ পড়লেন তামিম।

 

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সহকারী অধিনায়ক হিসেবে আছেন লিটন কুমার দাস। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশই সবার শেষ দল ঘোষণা করল। মঙ্গলবার রাত সোয় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে একটি ভিন্নভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। দলে রাখা হয়েছে পাঁচ পেসারÑতাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, ও তানজিম হাসান সাকিবকে।

 

সাকিব ও মেহেদী হাসান মিরাজের পাশাপাশি স্পিন বোলিং আক্রমণে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। ১৫ সদস্যের দলে আটজনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেÑতানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। এঁদের মধ্যে চারজনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার রেকর্ড আছে।

 

মিডল অর্ডারের মেরুদণ্ড হিসেবে আছেন সাকিব, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। টপঅর্ডারে তানজিদ তামিম, লিটন দাস ও শান্তর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

 

তবে দল ঘোষণার আগমুহূর্তে তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে সোমবার রাত থেকে শুরু হয়েছিল নতুন নাটকীয়তা। কারণ, দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, এখনো কিছুটা চোটের অস্বস্তি আছে তাঁর। আর ‘আনফিট’ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে নিয়ে যেতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফিটনেস ইস্যু নিয়ে সোমবার অস্ট্রেলিয়া থেকে ফিরেই হাথুরু ও সাকিব রাতে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। মধ্যরাতে হওয়া বিসিবি সভাপতির বাসভবনে এই আলোচনাও কতটা ফলপ্রসূ হয়েছে তা অস্পষ্ট ছিল।

 

একই ব্যাপার নিয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন আবারও বৈঠকে বসেন বিসিবির নীতি নির্ধারকেরা, মধ্যস্থতার জন্য নিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজাকেও। সবাই মিলে তামিমের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল ৫টা ৪৫ মিনেটে একবার দল ঘোষণার কথা থাকলেও পরে সেই সময় পরিবর্তন করে ম্যাচ শেষে জানানো হয়। আজ বুধবার বিকেল ৪টায় ভাড়া করা বিমানে গুহাটিতে রওনা দেবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। একই ভেন্যুতে ৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের।

 

বাংলাদেশের বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *