ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক ফুলের হাসি পাঠক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। বেলা ১২টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক-কলামিস্ট, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির।

প্রধান অতিথির বক্তব্যে লেখক-কলামিস্ট ও সাংবাদিক মাওলানা এহসান বিন মুজাহির বলেছেন, মহানবী (সা.) এর শুভাগমন এই পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত। মানুষের জীবনে উত্তম আদর্শ হচ্ছে রাসুল (সা.)-এর সুমহান চরিত্র। সেই আদর্শ চরিত্রের সবকিছুই রয়েছে সিরাতুন্নবীর মাঝে। ১২ রবিউল আউয়াল মহানবীর মিলাদুন্নবী যেমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের, আবার একই তারিখে ইন্তেকাল তেমনি বেদনারও! জীবনের সর্বক্ষেত্রে মহানবীর জীবনাদর্শ বাস্তবায়ন না করে শুধু বছরে একদিন জন্মদিনের আনন্দ উদযাপন করেই প্রকৃত নবীর উম্মত দাবি করা যাবে না। নবীকে প্রকৃত ভালোবাসতে হলে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সবক্ষেত্রেই নবীজীর সকল আদর্শ অনুসরণ করতে হবে। মহানবীর উত্তম চরিত্রই আমাদের জন্য উত্তম আদর্শ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের চরিত্র বাস্তবায়ন করা আমাদের জন্য অপরিহার্য।

উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি আবিদ হাসান এবং বায়তুলমাল সম্পাদক নাঈম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের সিনিয়র শিক্ষক কাজী মাওলানা শিহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা কাজী শিহাব উদ্দিন বলেছেন, মহান আল্লাহ তায়ালা এই বিশ্বকে শুধুমাত্র সৃষ্টি করেই তাঁর দায়িত্ব শেষ করেননি। পাশাপাশি তাঁর পক্ষ থেকে গাইড লাইনসহ পৃথিবী পরিচালনার জন্য যেসব নবী-রাসুল পাঠিয়েছেন তাঁদের মাঝে মুহাম্মদ (সা.) হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। তাই মহানবীর জীবন আদর্শ প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।

প্রতিযোগিতায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ও দারুল আজহার ইনস্টিটিউট এর তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দাতাদের মধ্যে প্রথম ৩ জন সেরা উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়।

এছাড়া ‘ভালো পারফরমেন্স’ এর জন্য ছিল আরও কয়েকটি বিশেষ পুরস্কার। বেলা ১টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *