নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৬৮ জন এবং মারা গেছেন ১ জন।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৫০ জন, সুনামগঞ্জ জেলায় ৫ জন,হবিগঞ্জ জেলায় ৪জন ও মৌলভীবাজার জেলায় ৯ জন সনাক্ত। মারা যাওয়া ১  সিলেট জেলার ।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৬৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৪ জন, হবিগঞ্জ জেলায় ৪৪ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ১১৯ জন ও মারা গেছেন ১৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২৫ জন ও মারা গেছেন ১১১ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৫০ জন ও মারা গেছেন ১৫ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৭৬৫ জন ও মারা গেছেন ১০ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৫৮৩ জন ও মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, মঙ্গলবার  পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৪১৩ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৫১৭ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *