নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৭২ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জ জেলায় ১৬ জন,হবিগঞ্জ জেলায় ২৫জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন সনাক্ত।তবে ২৪ঘন্টার মধ্যে কেউ মারা যাননি ।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ২২ জন, হবিগঞ্জ জেলায় ২৮ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ১৯১ জন ও মারা গেছেন ১৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৩ জন ও মারা গেছেন ১১১ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৮ জন ও মারা গেছেন ১৫ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৭৮৪ জন ও মারা গেছেন ১০ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৬১৪ জন ও মারা গেছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৪৩৪ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৪ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ১০ জন।

