ডায়ালসিলেট :: সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এসময় তাকে বরণ করতে শতশত নেতাকর্মী কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত ছিলেন পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

 

এ তথ্য নিশ্চিত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

 

 

তিনি জানান, জামিনে বের হলে হাবিব উন নবী খান সোহেলকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

এর আগে গত ৩১ মার্চ জামিন নিতে আদালতে যান যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।এসময় আদালত তার জামিন নামঞ্জুর করে সেখান থেকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে কারাগারেই ছিলেন তিনি।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *