ডায়ালসিলেট :গোলাপগঞ্জ থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪ আগস্ট উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার বারোকোট গ্রামে পুলিশ-বিজির সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের সময় গুলিতে রায়গড় গ্রামের সানি আহমদ নামের তরুণের মৃত্যুর ঘটনায় তার বাবা মো. কয়ছর আহমদ বাদী হয়ে বুধবার (২৭ আগস্ট) থানায় মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত  করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের।

মালায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে। উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন- যারা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

এছাড়া জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার এজাহারে ১১৯ আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে ৮০-৯০ জনকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *