ডায়ালসিলেট :সিলেটে ৬টি সাজাসহ ২১টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।শুক্রবার দুপুর দেড়টায় নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি বন্দরবাজার পুরানলেন এলাকার মৃত হাজী মোঃ ওসমান আলীর ছেলে মোঃ ইয়াসিন ওসমান (৮০)। তিনি ওসমানগনি (প্রাঃ) লিঃ এর সত্ত্বাধিকারী।জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলমের দিক-নির্দেশনায় এসআই মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম  এসএমপির কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ কাঁচাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।তিনি ৬টি মামলায় সাজা পরোয়ানাসহ ২১টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক।গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এসএমপি মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *