বিনোদন ডেস্ক :রাজি’ কিংবা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতোই আরও একটি নারীকেন্দ্রিক সিনেমা তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’। সেই সিনেমার নাম ‘জিগরা’ এর মুখ্য ভূমিকায় আলিয়া ভাট। পিতৃমাতৃহীন ভাই ও তার একমাত্র বোনের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। করণ জোহরের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন আলিয়া নিজেও। তবে মুক্তির আগে চাপে পড়েন আলিয়া। আর এ ধরনের চাপ সামলানোর অভিজ্ঞতাও আলিয়ার নেই। জানা যায়, ছবি মুক্তির আগে রাজস্থানের একটি নিম্ন আদালতে ভাল্লারাম চৌধুরী নামে এক ব্যক্তি আলিয়ার নামে মামলা দায়ের করেন। তার দাবি, তিনি একটি অনলাইন ক্লাস চালান। সেই অনলাইন ক্লাসের নাম ‘জিগরা’। ক্লাস চালু করার পর ২০২৩ সালে তিনি ট্রেডমার্ক আইন-১৯৯৯ অনুযায়ী প্রশংসাপত্রও পান। সেইদিক থেকে এই নামটির দাবিদার কেবল তিনি। দুই প্রযোজনা সংস্থা তাকে কিছু না জানিয়ে ছবির নাম ‘জিগরা’ রেখেছে। যা আইনত অপরাধ। কারণ, তার

অনলাইন ক্লাসের নাম ভাঙিয়ে ছবির ব্যবসা করছেন করণ-আলিয়া। তিনি ‘জিগরা’র সম্প্রচারে স্থগিতাদেশ চেয়ে আবেদনও জানান। যদিও ছবি মুক্তির দিন সকালে সেই সমস্যা থেকে রেহাই মেলে। রাজস্থান হাইকোর্ট জানিয়েছে, ছবির নাম এক্ষেত্রে ব্যবসার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তাছাড়া, এটি আলিয়ার একক প্রযোজনা নয়, ‘ধর্মা প্রোডাকশনস’ও রয়েছে। তাই ছবিটি কোনোভাবেই অভিযুক্তের ট্রেডমার্ক অধিকার লঙ্ঘন করে না। বিচারপতি পুষ্পেন্দ্র সিংহ ভাটি এবং মুন্নুরি লক্ষ্মণের বেঞ্চ অভিযোগকারীকে পরামর্শ দিয়েছে, যদি কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে তবে ভাল্লারাম আর্থিক ক্ষতিপূরণ বা অন্য প্রতিকার দাবি করতেই পারেন। জানা গেছে, উচ্চ আদালতেও আলিয়ার বিরুদ্ধে একই অভিযোগে মামলা করতে যাচ্ছেন ভাল্লারাম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *