স্পোর্টস ডেস্ক:প্রথম দিনের তুলনায় আজ প্রথম সেশনটা ভালো করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে লাঞ্চে গেছে টাইগাররা।

তাইজুলের ফাইফার

তাইজুলের ভেলকি চলছেই। গতকাল ২ উইকেট পাওয়া এই বাহাতি আজ হাফ সেশনেই তুলে নিয়েছেন ৩ উইকেট। টেস্টে এটা তার ১৪তম ফাইফার। ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৩৯১ রান।

অবশেষে জর্জিকে থামালেন তাইজুল

ফিফটি, সেঞ্চুরি, দেড়শ..প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে যেন থামানোই যাচ্ছিল না। তবে তাকে ডাবল সেঞ্চুরির আগেই থামিয়ে দিলেন তাইজুল ইসমাম। ফেরার আগে ১৭৭ রান করেন জর্জি। ৪ উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৩৯১ রান।

আবারও ত্রাতা তাইজুল, এবার ফেরালেন বেডিংহামকে

আজ দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলছে দক্ষিণ আফ্রিকা। তবে এবার বেডিংহামকে ফিরিয়ে কিছুটা স্বস্তি আনলেন তাইজুল ইসলাম। আগের দুটি উইকেটও শিকার তার। বেডিংহাম করেন ৫৯ রান। ৩ উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৩৮৬ রান।

উইকেটের খোঁজে দ্বিতীয় দিন শুরু করলো বাংলাদেশ 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু হয়েছে। ৩০৭/২ নিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা এগোচ্ছে বড় সংগ্রহের দিকে। আর বাংলাদেশের লক্ষ্য দ্রুত তাদের গুটিয়ে দেওয়া।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *